ভাষা
ভাষা মানুষের
এক অত্যাশ্চর্য আবিষ্কার। মানুষ তার উচ্চারিত ধ্বনিগুলোকে
অর্থময় করে রূপ দিযেছে শব্দে। আবার এই অর্থবহ শব্দগুলোকে একত্রিত করে রূপায়িত করেছে
বাক্যে। এভাবে বাকযন্ত্রের দ্বারা বিভিন্নভাবে উচ্চারিত ধ্বনির সাহায্যে অর্থপূর্ন
শব্দ গঠন এবং শব্দের সুষ্ঠু প্রয়োগ বিন্যাসে অর্থবহ বাক্যের নির্মাণ কৌশল ভাষারূপে
অভিহিত। বাক্য হলো ভাষার বৃহত্তম ইউনিট। ভাষাকে আমরা নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করতে
পারিঃ
মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত
ধ্বনির দ্বারা নিষ্পন্ন, কোনও বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে
প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে।
ভাষার গুরুত্ব
·
ভাষার
মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে।
·
ভাষার
কারনেই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করা যায়।
·
ভাষা
মানুষের চিন্তার খোরাক যোগায়, কল্পনার পথ খুলে দেয় এবং বুদ্ধি ও চিন্তার প্রকাশ ঘটায়।
·
ভাষার
মাধ্যমে পারস্পরিক যোগাযোগ স্থাপিত হয়।
·
ভাষাকে
আশ্রয় করে গড়ে ওঠে মানুষের শিল্প, সাহিত্য, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদি।
·
প্রেম-ভালবাসা,
ঘৃনা-বিদ্বেষ, আবেগ, অনুরাগ ভাষার মাধ্যমে প্রকাশিত হয়।
·
ব্যক্তির
সঙ্গে, গোষ্ঠির সঙ্গে, জাতির সঙ্গে দেশের সঙ্গে পাস্পরিক সম্পর্ক গড়ে তোলে ভাষা।
·
ভাষা
সব প্রকার ভাব প্রকাশের উৎকৃষ্ট মাধ্যম।
·
ভাষা
মানবীয় জ্ঞানের অপরিহার্য মাধ্যম ও বাহন হিসেবে কাজ করে।
·
সর্বোপরি ভাষার কারনেই মানুষ সৃষ্টির সেরা জীব।
No comments:
Post a Comment