Monday, November 16, 2015

একজন শিক্ষক হিসেবে আপনার আচরন ও প্রবণতায় বিশ্বাস ও মূল্যবোধ আপনার উপর কী কী প্রভাব ফেলতে পারে-আলোচনা করুন।

উত্তরঃ আচরন ও প্রবণতায় বিশ্বাসের প্রভাবঃ
·         বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব।
·         শিক্ষকের আচরন নিয়ন্ত্রন করার কৌশল অনুশীলন।
·         শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীলতা।
·         বন্ধুসুলভ আচরণ।
·         ভয় দেখানো ও শাস্তি দেয়া থেকে বিরত থাকা।
·         শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি রাখা।
·         একটি সুস্থ সুরক্ষামূলক একীভূত ও শিখন বান্ধব পরিবেশ তৈরি করা।

আচরন ও প্রবণতায় মূল্যবোধের প্রভাবঃ
·         যৌনশিক্ষা সংক্রান্ত বিষয়ে সচেতনতার জন্য শিক্ষার্থীর অভিভাবক ও জনগোষ্ঠির সহায়তার মনোভাব ইতিবাচক হওয়া।
·         স্বাক্ষরতা দিবস, আন্তর্জাতিক পরিবেশ দিবস ইত্যাদি দিবস পালন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের এগুলোর তাৎপর্য তুলে ধরার মানসিকতা থাকা।
·         বিদ্যলয়ে শিক্ষণ কাজে অভিভাবক ও জনগোষ্ঠির প্রতিনিধিদের সহায়তার মনোভাব থাকা।

·         দুরযোগ মোকাবেলার প্রস্তুতির ইতিবাচক মনোভাব থাকা।

2 comments:

  1. একজন শিক্ষক হিসাবে আপনি ছাত্রদের মধ্যে কীভাবে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে হবেন??? এই উত্তর তা ভালো করে জানালে ভালো হয়

    ReplyDelete