উত্তরঃ আচরন ও প্রবণতায় বিশ্বাসের প্রভাবঃ
·
বিদ্যালয়ে
শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব।
·
শিক্ষকের
আচরন নিয়ন্ত্রন করার কৌশল অনুশীলন।
·
শিক্ষার্থীদের
প্রতি আন্তরিক ও সহানুভূতিশীলতা।
·
বন্ধুসুলভ
আচরণ।
·
ভয় দেখানো
ও শাস্তি দেয়া থেকে বিরত থাকা।
·
শ্রেণিকক্ষে
সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি রাখা।
·
একটি সুস্থ
সুরক্ষামূলক একীভূত ও শিখন বান্ধব পরিবেশ তৈরি করা।
আচরন ও প্রবণতায় মূল্যবোধের প্রভাবঃ
·
যৌনশিক্ষা
সংক্রান্ত বিষয়ে সচেতনতার জন্য শিক্ষার্থীর অভিভাবক ও জনগোষ্ঠির সহায়তার মনোভাব ইতিবাচক
হওয়া।
·
স্বাক্ষরতা
দিবস, আন্তর্জাতিক পরিবেশ দিবস ইত্যাদি দিবস পালন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে
শিক্ষার্থীদের এগুলোর তাৎপর্য তুলে ধরার মানসিকতা থাকা।
·
বিদ্যলয়ে শিক্ষণ কাজে অভিভাবক
ও জনগোষ্ঠির প্রতিনিধিদের সহায়তার মনোভাব থাকা।
·
দুরযোগ
মোকাবেলার প্রস্তুতির ইতিবাচক মনোভাব থাকা।
একজন শিক্ষক হিসাবে আপনি ছাত্রদের মধ্যে কীভাবে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে হবেন??? এই উত্তর তা ভালো করে জানালে ভালো হয়
ReplyDeletehelpful post for me
ReplyDelete