প্রশ্নের
সূচনাপর্বে বিশেষধর্মী উদ্দীপক ব্যবহার করে সব ধরনের শিক্ষার্থীর শিখনের বিভিন্ন দক্ষতা
যাচায়ের লক্ষে যে সৃজনশীল কাঠামো তৈরি হয় তাকে কাঠামোবদ্ধ / সৃজনশীল প্রশ্ন বলা হয়।
কাঠামোবদ্ধ / সৃজনশীল প্রশ্নের গঠন বৈশিষ্ট্য নিম্নরূপ-
·
কাঠামোবদ্ধ প্রশ্ন / সৃজনশীল প্রশ্নের উদ্দীপক
হলো একটি লিখিত ও চিন্তনধর্মী বিষয়বস্তু।
·
এটি একটি সারণী বা ছবি সদৃশ যা পাঠক কে
ভাবতে উদ্বুদ্ধ করে।
·
এ ধরনের প্রশ্নের মাধ্যমে শিখনের সব গুলো
স্তর যাচায় করা যায়।
·
এটি শিক্ষার্থীর ভাবনাকে মূর্ত করে তোলে।
·
সব ধরনের শিক্ষার্থী তাদের মেধা অনুযায়ী
প্রশ্নের উত্তর করতে পারে।
·
প্রশ্নগুলো সহজ থেকে কঠিন দক্ষতার মান অনুযায়ী
সাজানো থাকে।
·
এতে ৩/৪ টি প্রশ্ন থাকে।
·
নম্বর নির্দিষ্ট থাকে এবং নির্দেশনা অনুযায়ী।
No comments:
Post a Comment