উত্তরঃ ব্রেইন স্টর্মিং পদ্ধতিকে
অধিকতর কার্যকর করার উপায় সমুহ নিম্নরূপঃ
Ø
শিক্ষাক্ষেত্রে
ব্রেইন স্টর্মিং পদ্ধতির সফল প্রয়োগের জন্যে প্রয়োজন অনুসারে কখনও ব্যক্তিগত এবং কখনও
দলগত ভাবে এই পদ্ধতি প্রয়োগ করতে হবে।
Ø
বিষয়বস্তু
সংশ্লিষ্ট সমস্যাকে কয়েকটি অংশে পৃথক করে নিতে হবে।
Ø
প্রতিটি
দলের জন্য পৃথক পৃথক সমস্যা নির্বাচন ও নির্ধারণ করতে হবে।
Ø
শিক্ষার্থীদের
নিকট হতে প্রাপ্ত সকল মতামতকে প্রাথমিক ভাবে বাছাই করতে হবে।
Ø
প্রাপ্ত
তথ্য যাতে চুড়ান্ত বাছায়ের সময় বাদ না পড়ে সে জন্য সকলের বক্তব্য লিপিবদ্ধ করে নির্দিষ্ট
ফাইলে রাখতে হবে।
Ø
কেউ
ভুল বক্তব্য দিলে তাকে উপহাস করা যাবে না।
Ø
দলীয়
চিন্তা ভাবনা উপস্থাপনের জন্য পোস্টার পেপার ব্যবহার করা যায়।
Ø
একটি
দলের জন্য নির্দিষ্ট সমস্যার সমাধান সম্বলিত পোস্টার অন্য দলের শিক্ষার্থীদের দেখানো
উচিৎ।
Ø
একটি
দলের লিখিত মতামতের সাথে অন্য দলের মতামতকে মিলিয়ে সমস্যা সমাধানের পথে দ্রুত পৌঁছার
চেষ্টা করতে হবে।
Ø
সমাধান
সম্বলিতে প্রাপ্ত পোস্টার পেপার দেয়ালে টানানো এবং দলভিত্তিক উপস্থাপনের ব্যবস্থা করা
যায়।
সর্বোপরি
নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিতে হবে।আবশ্যকিয়
No comments:
Post a Comment